ঘুষ কাণ্ডের অভিযোগে সাই-র ডিরেক্টর সহ ৬ জনকে গ্ৰেপ্তার করল সিবিআই

ঘুষ কাণ্ডের অভিযোগে সাই-র ডিরেক্টর সহ ৬ জনকে গ্ৰেপ্তার করল সিবিআই
Published on

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরো(সিবিআই)ঘুষ মামলার অভিযোগে বৃহস্পতিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার(সাই)ডিরেক্টর এসকে শর্মা সহ ছয় ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। সিবিআই-এর একজন কর্মকর্তা বলেন,সংস্থা যে ছয় ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে তাদের মধ্যে চারজন সরকারি চাকুরে এবং দুজন বেসরকারি পর্যায়ের। দুর্নীতি প্ৰতিরোধ আইনের বিধি ব্যবস্থা অনু্যায়ী এদের গ্ৰেপ্তার করা হয়েছে।

কর্মকর্তাটি আরও বলেন,১৯ লক্ষ টাকার একটি বিল পাসের জন্য সাই কর্মকর্তাদের ঘুষ দেওয়ার খবর রয়েছে তদন্তকারী সংস্থার হাতে। তিনি বলেন,সাই-র কর্মকর্তারা ১৯ লক্ষ টাকার ওই বিল পাসের জন্য ওই বিলের অঙ্কের ৩ শতাংশ টাকা দাবি করেছিলেন। ‘এই তথ্য জানার পরই আমরা ফাঁদ পেতে এদের হাতেনাতে গ্ৰেপ্তার করতে সক্ষম হই’-বলেন তিনি। সিবিআই কর্মকর্তাটি আরও বলেন,শর্মা ছাড়াও সংস্থা অন্যান্য যাদের গ্ৰেপ্তার করেছে তারা হলেন জুনিয়র অ্যাকাউণ্ট অফিসার হরেন্দ্ৰ প্ৰসাদ,ললিত জলি,সুপারভাইজর(বিলিং সেকশন),ভিকে শর্মা উচ্চবর্গের করণিক এবং বেসরকারি পর্যায়ের দুজন ব্যক্তি মনদীপ আহুজা ও তার কর্মী ইউনিস।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com