জাকার্তায় এশিয়ান গেমসের ৪০০ মিটার দৌড়ে রুপো জিতে ইতিহাস গড়লেন হিমা

জাকার্তায় এশিয়ান গেমসের ৪০০ মিটার দৌড়ে রুপো জিতে ইতিহাস গড়লেন হিমা
Published on

গুয়াহাটিঃ ‘ধিং এক্সপ্ৰেক্স’ অসম তনয়া অষ্টাদশী হিমা দাস জাকার্তার পালামবাঙে রবিবার এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে রুপো জিতে আবার ইতিহাস গড়লেন। তরুণী স্প্লিণ্টার হিমা এই ইভেন্টে তাঁর জাতীয় রেকর্ডও ভাঙলেন। শনিবার জাকার্তায় এই ইভেন্টের সেমি ফাইনালে ৫১ সেকেন্ডে দৌড় শেষ করে হিমা নতুন জাতীয় রেকর্ড করেন। রবিবার এই ইভেন্টে দ্বিতীয় স্থান পেয়ে রুপো জেতেন তিনি।

এরআগে ১৯৬৬ সালে ব্যাংকক এশিয়ান গেমসের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতে অসম তথা দেশের মুখ উজ্জ্বল করেছিলেন প্ৰথম অসমিয়া ভোগেশ্বর বরুয়া। হিমার এই অসামান্য সাফল্যে অসম তথা সারা দেশ উৎফুল্লিত। নগাঁওয়ের ধিঙের কাছে হিমার নিজস্ব গ্ৰাম কান্দুলিমারিতে মানুষজনকে বাঁধাভাঙা আনন্দে ভাসতে দেখা গেছে। ফাইনালের আগে গ্ৰামের মানুষ হিমার সাফল্য কামনায় প্ৰার্থনাও করেন।

হিমার পারফরম্যান্সে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে তার বাবা রঞ্জিৎ দাস বলেন,আমরা ওর সাফল্যে খুবই খুশি। মা জোনালি দাসের মন্তব্যও ছিল অনুরূপ। খুশি হিমার কোচ নিপন দাসও। জাকার্তায় ২০০ মিটার দৌড় ও ৪*৪০০ মিটার রিলেতেও হিমা অংশ নেবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com