জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি) চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়লো ৪০ লক্ষেরও বেশি নাম,শান্তি বজায় রাখার আহ্বান কেন্দ্ৰের

জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি) চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়লো ৪০ লক্ষেরও বেশি নাম,শান্তি বজায় রাখার আহ্বান কেন্দ্ৰের
Published on

গুয়াহাটিঃ বহু বিতর্কিত অসমের জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশের কঠিন কাজটি সম্পন্ন করা অবশেষে সম্ভব হলো। এনআরসি-র দ্বিতীয় খসড়াটি সোমবার গুয়াহাটিতে প্ৰকাশ করা হয়। চূড়ান্ত খসড়া থেকে রাজ্যের ৪০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে।

উল্লেখ্য যে ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্য থেকে ৪০ লক্ষেরও বেশি লোকের নাম বাদ গেছে। তবে এনআরসি কর্মকর্তা আগেভাগেই জানিয়েছিলেন যে নাম অন্তর্ভুক্ত না হলেও তাদের বিদেশি বলে ঘোষণা করা হবে না। নাম ছুটদের বিরুদ্ধে শান্তিমূলক কোনও ব্যবস্থা গ্ৰহণ করা হবে না বলে কর্মকর্তাটি জানিয়েছিলেন।

ভারতের রেজিস্ট্ৰার জেনারেল শৈলেশ সোমবার সাংবাদিকদের বলেন,যাদের নাম নেই তাদের শঙ্কিত হওয়ার কারণ নেই। নাম ছুটরা দাবি ও ওজর আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগ পাবেন। যাদের নাম বাদ গেছে তারা এনআরসি ওয়েবসাইটে অনলাইনে অথবা সেবাকেন্দ্ৰে গিয়ে আবেদন দাখিল করতে পারবেন।

এদিন আরও ঘোষণা করা হয় চূড়ান্ত এনআরসি প্ৰকাশের দিন ধার্য হয়েছে ২০১৮-র ডিসেম্বর। এখনও পর্যন্ত রাজ্যের কোথাও কোনও বিক্ষিপ্ত ঘটনার খবর নেই। তবে কোনও কোনও স্থানে উত্তেজনার আভাস পাওয়া গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com