
গুয়াহাটিঃ কার্বি আংলং পুলিশ ডকমকায় ছেলেধরা সন্দেহে নীলোৎপল দাস ও অভিজিৎ নাথকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার ওয়ারেশ রংপি নামের আরও এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। কার্বি আংলঙের এসপি ড. ভিএসপি গাঞ্জালা বলেন,এই মামলার বেশকিছু তথ্যপাতি সংগ্ৰহ করা হয়েছে। ঘটনার তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে। ঘটনার কয়েকটি সাক্ষ্য প্ৰমাণ ইতিমধ্যেই সংগ্ৰহ করা গেছে। এই নিয়ে এই মামলায় গ্ৰেপ্তারের সংখ্যা ৪৩ জনে দাঁড়াল। এই ৪৩ জন বিচার বিভাগীয় হেফাজতে ও ৪ জন রয়েছে পুলিশ হেফাজতে।