ডোকলাম অচলাবস্থার অবসান ঘটেছে কূটনৈতিক দক্ষতার দৌলতেঃ সুষমা

ডোকলাম অচলাবস্থার অবসান ঘটেছে কূটনৈতিক দক্ষতার দৌলতেঃ সুষমা
Published on

নয়াদিল্লিঃ ডোকলামে চিনা সেনার উপস্থিতিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল কূটনৈতিক দক্ষতার দৌলতে তার অবসান ঘটানো সম্ভব হয়েছে। ডোকলামে নিজস্ব জমির ওপর ভারতের দখলও অব্যাহত আছে। বর্তমানে ডোকলামে স্থিতাবস্থা পুরোপুরি বহাল রয়েছে। বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ বুধবার লোকসভায় তৃণমূল কংগ্ৰেস সাংসদ সুগতা বসুর এক প্ৰশ্নের জবাবে স্বরাজ একথা বলেন।

সুষমা বলেন,গত এপ্ৰিলে চিনের ইউহান প্ৰদেশে প্ৰশানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও চিনের প্ৰেসিডেন্ট জি জিনপিঙের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকটি যথেষ্ট ফলপ্ৰসূ হয়েছে। তিনি বলেন,ভারত ও চিন নিজেদের মধ্যে বোঝাবুঝির মাধ্যমে ডোকলাম থেকে সেনা সরিয়ে নিয়েছে। তিনি বলেন দক্ষিণ চিনসাগর সম্পর্কে ভারতের নীতি স্পষ্ট। ওখানে নৌ চলাচলে স্বাধীনতা থাকা উচিত। দুমাসেরও বেশি সময় ধরে চলা ডোকলাম অচলাবস্থার অবসান ঘটে গত বছর আগস্টে উভয় পক্ষ সেনা তুলে নিতে সম্মত হওয়ায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com