দুলিয়াজানে কংগ্ৰেসের অভিনব প্ৰতিবাদ

দুলিয়াজানে কংগ্ৰেসের অভিনব প্ৰতিবাদ
Published on

টেঙাখাত ব্লক কংগ্ৰেসের উদ্যোগে এবং দুলিয়াজান যুব কংগ্ৰেসের সহযোগিতায় আজ সকাল ৯টা থেকে দুলিয়াজান ও আশপাশ অঞ্চলের জীর্ণ পথগুলি মেরামতি ও পুন নির্মাণের দাবিতে ২ ঘণ্টা অবস্থান ধর্মঘট করে অভিনব প্ৰতিবাদ জানানো হয়।

পথ মেরামতি ও পুন নির্মাণের দাবিতে খোল,কর্তাল নিয়ে রাজপথে বসে পড়েন এআইসিসি-র সদস্য ধ্ৰুবজ্যোতি গগৈ। দুলিয়াজানের পিপলতল তিনালিতে সকাল ৯টা থেকে পথ মেরামতি ও নির্মাণের দাবিতে দুঘণ্টা অভিনব প্ৰতিবাদে অংশ নেয় টেঙাখাত ব্লক কংগ্ৰেস ও দুলিয়াজান যুব কংগ্ৰেস।

এআইসিসির সদস্য ধ্ৰুবজ্যোতি গগৈ ডিব্ৰুগড়ের সাংসদ রামেশ্বর তেলি এবং বিধায়ক টেরস প্ৰসাদের কঠোর সমালোচনা করেন। তারা পথ মেরামতিতে গুরুত্ব দিতে সরকারের কাছে আবেদন জানায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com