ধর্মঘট প্ৰত্যাহার করে নিল পেট্ৰোলিয়াম মজদুর ইউনিয়ন

ধর্মঘট প্ৰত্যাহার করে নিল পেট্ৰোলিয়াম মজদুর ইউনিয়ন
Published on

ডিগবয়ঃ অসম পেট্ৰোলিয়াম মজদুর ইউনিয়ন(এপিএমইউ)তাদের অনির্দিষ্টকালীন ধর্মঘট বুধবার থেকে প্ৰত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গৃহ ও রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবের কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পরই ইউনিয়ন আপাতত ধর্মঘট তুলে নেয়। মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিনে অতিরিক্ত মুখ্যসচিব তাদের ওই আশ্বাস দেন। টার্মিনালের প্ৰবেশ পথে ট্যাংকার চালক ও মালিকদের কাছ থেকে গোলাই অ্যাসোসিয়েশনের তরফে গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছিল অনেক দিন ধরে। ইউনিয়ন এই অপরাধ বন্ধ করার জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। উপায়ন্তর হয়েই ইউনিয়ন ধর্মঘটের পথে পা বাড়ায়। অবশেষে অতিরিক্ত মুখ্যসচিবের আশ্বাস পেয়ে ইউনিয়ন ধর্মঘট থেকে সরে দাঁড়ায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com