সাংসদ এবং রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাইর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে একটি এফআইআর দাখিল করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা কেন্দ্ৰ ও রাজ্য সরকারের মর্যাদায় একটা বড় ধরনে আঘাত বলে মনে করা হচ্ছে। দুই বোন গোঁহাইর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ এনে নগাঁও থানায় এফআইআরটি দাখিল করেন। মন্ত্ৰকে চাকরি দেওয়ার প্ৰস্তাব দিয়ে গোঁহাই এই কাণ্ড করেছেন বলে এফআইআর-এ অভিযোগ করা হয়েছে।
নগাঁও জেলার পুলিশ সুপার শঙ্কর বি রাইমেধি সাংবাদিকদের বলেছেন যে,একটি মেয়ের দাখিল করা এফআইআর-এর ভিত্তিতে পুলিশ গোঁহাইর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে। ওই যুবতী এফআইআরে আরও উল্লেখ করেছেন তিনি এবং তাঁর বোন এই ঘটনার শিকার হয়েছেন। যুবতীটি আরও অভিযোগ করেছেন,চাকরি দেওয়ার টোপ দিয়ে গোঁহাই গত ৮ মাস ধরে তাদের যৌন হেনস্তা করেছেন এবং পরে তাদের সঙ্গে আর যোগাযোগ রাখেননি।
অভিযোগকারিণী নগাঁও জেলার দেউরিগাঁওয়ের বাসিন্দা। গোঁহাইয়ের সঙ্গে আলাপ আলোচনার অডিও ক্লিপিংও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছেন যুবতীটি। এদিকে পুলিশ কর্তা জেলাশাসককে জানান এফআইআর তুলে নেওয়ার জন্য যুবতীর ওপর চাপ আসছে।