শিলচরঃ নতুন করে ধসের জন্য শিলচর-লামডিং বিজি সেকশনে ট্ৰেন চলাচল ব্যাহত অবস্থান রয়েছে। পাহাড়ে প্ৰচুর বৃষ্টিপাতের জন্য বৃহস্পতিবার সকাল থেকে ফের ধস নামে। ফলে ট্ৰেন চলাচল এখনো ব্যাহত রয়েছে। এনএফ রেল লাইন থেকে কাদা মাটি সরানোর কাজে লোক লাগিয়েছে।