নাগরিক বিলের বিরুদ্ধে রাষ্ট্ৰপতির উদ্দেশে প্ৰচুর চিঠি পাঠাল এএএসএম

নাগরিক বিলের বিরুদ্ধে রাষ্ট্ৰপতির উদ্দেশে প্ৰচুর চিঠি পাঠাল এএএসএম
Published on

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের নেতৃত্বে অসম আন্দোলন সংগ্ৰামী মঞ্চ(এএএসএম)নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শুক্ৰবার প্ৰতিবাদ সমাবেশ করে দিঘলিপুখুরিপার থেকে মেঘদূত ভবন অবধি। মঞ্চের সদস্যরা বিলের বিরুদ্ধে রাষ্ট্ৰপতি,প্ৰধানমন্ত্ৰী ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর উদ্দেশে প্ৰচুর চিঠি পাঠায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com