
লখিমপুরঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ সংসদে পাস হলে অসম জ্বলবে। এই সতর্ক বাণী শুনিয়েছেন সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য।
বৃহস্পতিবার লখিমপুরে ছাত্ৰ সংগঠনটির তরফে কেন্দ্ৰীয়ভাবে আয়োজিত শিল্পী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আসু নেতা। ভট্টাচার্য বলেন,বিজেপি সরকার রাজ্যের বর্ণাঢ্য সংস্কৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্ৰ করছে। বিতর্কিত বিলটি পাসের মাধ্যমে অসমিয়া ভাষা এবং খিলঞ্জিয়া মানুষের অস্তিত্বকে ধ্বংস করতে চাওয়া হচ্ছে। যদি বিলটি পাস হয় তাহলে রাজ্যে আগুন জ্বলবে-সতর্ক করে দেন তিনি। বিলের বিরুদ্ধে রাজ্যের মানুষকে একজোট হয়ে এগিয়ে আসা উচিত।
ভট্টাচার্য আরও বলেন,বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসু সব রাজনৈতিক দল ও বিধায়কদের প্ৰ্তি আবেদন জানিয়েছে। ‘আমরা কেন্দ্ৰীয় সরকারকে সতর্ক করে দিচ্ছি বিলটি যেন কোনওভাবেই রাজ্যসভায় পাস করা না হয়’।
ভট্টাচার্য বলেন,৩১ জানুয়ারি রাজ্যসভায় এই বিতর্কিত বিলের বিরোধিতা করার জন্য আমরা বিরোধী দলগুলির সাংসদ ও এনডিএ-র শরিক দলগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।
আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত প্ৰকাশ্য সম্মেলনে ছাত্ৰ সংস্থার সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন বিলের বিরুদ্ধে তারা শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করবে। ‘স্বৈরাচারী মানসিকতা গ্ৰহণ করে কেন্দ্ৰীয় সরকার অসমের মানুষের ওপর সাম্ৰাজ্যবাদী শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে। বিজেপি সরকার যদি এই বিল অসমের ওপর চাপাবার চেষ্টা করে তাহলে এরফল ভয়ঙ্কর হবে’-উল্লেখ করেন তিনি। গগৈ বলেন,জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালার আদর্শ অনুসরণ না করে অসমিয়ারা এগোতে পারেন না।
এই অনুষ্ঠানে জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালার কন্যা জয়শ্ৰী চলিহাকে সংবর্ধনা দেওয়া হয়। প্ৰকাশ্য অধিবেশন উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার সেবাব্ৰত বরুয়া। বেশকিছু শিক্ষবিদ ও বুদ্ধিজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।