নাগরিকত্ব বিল বাতিল করুনঃ অতুল বরা

নাগরিকত্ব বিল বাতিল করুনঃ অতুল বরা
Published on

গুয়াহাটিঃ ‘অসমের সার্বিক স্বার্থে নাগরিকত্ব(সংশোধনী)বিল আমরা কোনওভাবেই মেনে নেবো না’। অগপ সভাপতি অতুল বরা শুক্ৰবার ফের দলের এই দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির উত্তর পূর্বাঞ্চল সফরের দিন বরার এই বিবৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বরা বলেন,এখনো সময় আছে,কেন্দ্ৰের এই বিলটি বাতিল করা উচিত। যতদিন পর্যন্ত এই বিল থাকবে ততদিন অবধি আমাদের আন্দোলন চলবে। ‘কেন্দ্ৰীয় সরকারের এটা বুঝতেই হবে যে এই বিল শুধু অসমের জন্যই হুমকি নয়,হুমকি গোটা উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় ভূমিপুত্ৰদের বিরুদ্ধেও’।

বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিলের প্ৰতিবাদে শুক্ৰবার অসম গণ পরিষদ(অগপ)দলের তরফে গোটা রাজ্যে মশাল মিছিল বের করা হয়। মহানগরী গুয়াহাটিতেও দল এধরনের মিছিল বের করে। দল সভাপতি বরা ছাড়াও অন্যান্য বরিষ্ঠ দলীয় নেতারা এতে অংশ নেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com