নাগরিকত্ব বিলঃ বনধ আহ্বানকারী সংগঠনগুলি মুখ্যমন্ত্ৰীর সঙ্গে বৈঠকের অনুমতি চাইলো

নাগরিকত্ব বিলঃ বনধ আহ্বানকারী সংগঠনগুলি মুখ্যমন্ত্ৰীর সঙ্গে বৈঠকের অনুমতি চাইলো
Published on

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ পাস করতে কেন্দ্ৰের বিজেপি সরকারের প্ৰস্তাবের প্ৰতিবাদে মঙ্গলবার অসমে ১২ ঘন্টা বনধ আহ্বানকারী সংগঠনগুলির প্ৰতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনার জন্য বুধবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের অনুমতি চেয়েছেন। বনধ আহ্বানকারী গোষ্ঠী বনধ ডাকার সঙ্গে জড়িত ৬০টি সংগঠনের প্ৰতিনিধিদের সঙ্গে এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে মুখ্যমন্ত্ৰীকে একটি চরমপত্ৰ দিয়েছে।

আন্দোলনকারী সংগঠনগুলির প্ৰতিনিধিরা এই ইস্যুটি নিয়ে অসম গণ পরিষদের(অগপ)অবস্থান জানতে ওই দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা হাতে নিয়েছে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দল হচ্ছে অগপ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com