নাগরিকত্ব সংশোধনী বিল থেকে উত্তর পূর্বাঞ্চলকে বাদ দেওয়ার আর্জি সাংসদ ভুবনেশ্বর কলিতার

নাগরিকত্ব সংশোধনী বিল থেকে উত্তর পূর্বাঞ্চলকে বাদ দেওয়ার আর্জি সাংসদ ভুবনেশ্বর কলিতার
Published on

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে নতুন দিল্লিতে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক এবং যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকের এক দিন আগে জেপিসি-র একজন সদস্য ভুবনেশ্বর কলিতা জ্বলন্ত এই ইস্যুটিকে এক নতুন মোড় দেওয়ার চেষ্টা করেন,বিলটিকে আইনি রূপ দেওয়ার আওতা থেকে উত্তর পূর্বাঞ্চলকে বাদ দেওয়ার প্ৰস্তাব রেখে। অসমের রাজ্যসভা সাংসদ কলিতা বলেন,বিলটি যদি পাস হয় তাহলে তা অসম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এমনিতেই এই রাজ্যগুলি জটিল অবৈধ বিদেশি সমস্যায় জর্জরিত। ভয় ও আশঙ্কার সুরে তিনি বলেন,বিল পাস হলে অঞ্চলটিতে সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলাজনিত সমস্যা চাড়া দিয়ে উঠবে। ‘এই পরিস্থিতিতে কেন্দ্ৰীয় সরকার যদি সংসদে বিলটি পাস করানোর জন্য এগোতে চায় তাহলে অসম ও উত্তরপূর্বাঞ্চলকে প্ৰস্তাবিত আইনের আওতা থেকে বাদ দেওয়ার বিষয়টি তাদের সুনিশ্চিত করতে হবে। উত্তর পূর্বাঞ্চলের উপর এই বিল কোনওভাবেই চাপিয়ে দেওয়া চলবে না’-বলেন পোড়খাওয়া রাজনীতিক কলিতা।

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক এবং যৌথ সংসদীয় কমিটি(জেপিসি)আজ বৈঠকে বসছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের আইন ও বিচার বিভাগ ও বিদেশ মন্ত্ৰকের প্ৰতিনিধিরা আজকের বৈঠকে উপস্থিত থাকছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com