নির্বাচনের পর সরকারি কর্মীদের এনআরসি নবায়নের কাজে লাগানো যাবেঃ সুপ্ৰিমকোর্ট

নির্বাচনের পর সরকারি কর্মীদের এনআরসি নবায়নের কাজে লাগানো যাবেঃ সুপ্ৰিমকোর্ট
Published on

নয়াদিল্লিঃ নির্বাচনের পালা চুকিয়ে যাওয়ার পর শুধু রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের কাজ করতে সুপ্ৰিমকোর্ট বুধবার কেন্দ্ৰ ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ এনআরসি নবায়ন মামলাটি উত্থাপন করে অভিমত প্ৰকাশ করেছে,‘যে সব কর্মকর্তারা এনআরসি নবায়নের কাজে জড়িত রয়েছেন তাঁদের শুধু এনআরসি-র কাজে লেগে থাকাই উচিত হবে’। সুপ্ৰিমকোর্টের বিচারপতি রহিন্টন ফলি নরিম্যানও ওই বেঞ্চে রয়েছেন।

রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া(আরজিআই)এবং এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে নাগরিক পঞ্জি নবায়নের সমস্ত প্ৰশাসনিক কাজ তদারক করার ক্ষমতা দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্ৰিমকোর্টের এই নির্দেশ অনু্যায়ী নির্বাচনের পর হাজেলা রাজ্যের সরকারি কর্মীদের নাগরিক পঞ্জি নবায়নের কাজে লাগাতে পারবেন।

এদিকে সুপ্ৰিমকোর্টের এই নির্দেশিকায় প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন,‘শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের প্ৰতি আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এটা জানি শীর্ষ আদালতের তত্ত্বাবধানে চলা এনআরসির কাজ ত্ৰুটি মুক্ত হবে’।

তিনি এনআরসি নবায়নের কাজে জড়িত কর্মকর্তাদের একাজ অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ার আবেদন জানান। ‘আমরা জানি বেশকিছু অবৈধ বিদেশি তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে’-বলেন সমুজ্জ্বল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com