নির্ভুল এনআরসি প্ৰকাশে হাজেলাকে নজর দিতে বলল সুপ্ৰিমকোর্ট

নির্ভুল এনআরসি প্ৰকাশে হাজেলাকে নজর দিতে বলল সুপ্ৰিমকোর্ট

নয়াদিল্লিঃ প্ৰচার মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পরিবর্তে চূড়ান্ত নাগরিক পঞ্জি(এনআরসি)যাতে নির্ভুল হয় তা সুনিশ্চিত করতে সুপ্ৰিমকোর্ট মঙ্গলবার এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে নির্দেশ দিয়েছে।

বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিংটন ফলি নরিম্যানকে নিয়ে গঠিত বেঞ্চ হাজেলা এবং রেজিস্ট্ৰার জেনারেল ও ভারতের সেনসাস কমিশনার(আরজিসিসি)শৈলেশকে ‘ভবিষ্যতে সতর্ক থাকতে বলেছে’। হাজেলা প্ৰচার মাধ্যমকে বলেছেন,এনআরসি থেকে নাম ছুটদের অভিযোগ ও আপত্তি নিয়ে শুনানিকালে নাগরিকত্বের প্ৰমাণ হিসেবে যে কোনও বৈধ নথি গ্ৰহণযোগ্য বিবেচিত হবে। একটি জাতীয় দৈনিকে হাজেলার সাক্ষাৎকারের প্ৰতি একতরফা নজর রেখে বিচারপতি গগৈ বলেন ‘এধরনের বিবৃতি দেওয়ার সু্যোগ ও কর্তৃত্ব আপনাকে কে দিয়েছে এবং এর প্ৰয়োজনীয়তাই বা কোথায়? আপনার কাজ হচ্ছে খসড়ার কাজ চালিয়ে যাওয়া ও চূড়ান্ত এনআরসি তৈরি করা’। হাজেলার ভূমিকায় অসন্তুষ্টি ব্যক্ত করে বিচারপতি নরিম্যান বলেন,‘আমি বলতে চাই যে,আপনার কাজে আমি হতচকিত-ভুলে যাবেন না আপনি আদালতেরই একজন আধিকারিক’।

হাজেলার উদ্দেশ্যে আরও বলা হয়েছে ‘আপনি যা বলেছেন তা আমাদের ওপরই বর্তাচ্ছে’-প্ৰশ্ন করেছে বেঞ্চ। আদালত অবমাননার দায়ে(আরজিসিসি সহ)আপনাদের দুজনের বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়কি?

কোর্ট হাজেলার উদ্দেশে আরও বলেছে,তিনি প্ৰথমত আদালতের একজন আধিকারিক এবং সেইহেতু এনআরসি নিয়ে প্ৰচার মাধ্যমের কাছে বিবৃতি দেওয়া তাঁর উচিত হয়নি। কোর্ট রেজিস্ট্ৰার জেনারেল শৈলেশকে স্মরণ করিয়ে দিয়ে বলেছে,‘আপনার কাজ হচ্ছে চূড়ান্ত এনআরসি প্ৰস্তুত করা। পক্ষালম্বন করে প্ৰেসের দ্বারস্থ হওয়া আপনার কাজ নয়’-বলেছে বেঞ্চ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com