নিয়োগ কেলেংকারির বিচার বিভাগীয় তদন্তের দাবি আসুর

নিয়োগ কেলেংকারির বিচার বিভাগীয় তদন্তের দাবি আসুর
Published on

গুয়াহাটিঃ পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন(পি অ্যান্ড আরডি)এবং ডিরেক্টর অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস(ডিআইপিআর)বিভাগে নিয়োগ কেলেংকারির অভি্যোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সারা আসম ছাত্ৰ সংস্থা(আসু)।এই কেলেংকারির বিরুদ্ধে বুধবার আসু রাজ্যের সব জেলা সদরে বিক্ষোভ প্ৰদর্শন করে। নিয়োগে অনিয়মের অভিযোগে আসু সময় ভিত্তিক বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়।

ছাত্ৰ সংগঠনটি এদিন রাজ্যের সব জেলা সদরে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে শ্লোগানও দেয়। আসুর তরফে অভিযোগ করা হয়েছে ওই দুটি বিভাগে সাম্প্ৰতিক নিয়োগকালে অনিয়ম,স্বজনতোষণ ও দুর্নীতিকে প্ৰশ্ৰয় দেওয়া হয়েছে।

বুধবার এক প্ৰেস বিবৃতিতে আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এবং সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেছেন,রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবকদের নিয়োগের জন্য বাছাই প্ৰক্ৰিয়ার কাজ সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে করা উচিত ছিল। কিন্তু এবছর পি অ্যান্ড আরডি ও ডিআইপিআর বিভাগে নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনতোষণ করা হয়েছে বলে তাঁরা অভি্যোগ করেন। তাঁরা আরও বলেন,মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা বরাবর বলে আসছেন। কিন্তু নিয়োগ কেলেংকারির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশটুকুও দিতে তিনি সাহস দেখাচ্ছেন না। পি অ্যান্ড আরডি কেলেংকারির ক্ষেত্ৰে সিআইডি-র তদন্ত রিপোর্ট প্ৰকাশের আগেই নিয়োগপত্ৰগুলি ইস্যু করা হয়েছে। ডিআইপিআর বিভাগে প্ৰার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল ওই দিনই ঘোষণা করা হয়েছে এবং নিয়োগপত্ৰ ইস্যু করা হয়েছে পরীক্ষার পরের দিন। এই কাজে যে একশো শতাংশ সন্দেহের অবকাশ রয়েছে তা বলাই বাহুল্য’-বলেন নাথ।

আসু নেতারা আরও বলেন,রাজ্যের লক্ষাধিক বেকার যুবকের ভাগ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা ছাত্ৰ সংগঠন কিছুতেই বরদাস্ত করবে না। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে-সাফ জানিয়ে দেন আসু নেতারা।

গুয়াহাটিতে সারা কামরূপ(মেট্ৰো)জেলা ছাত্ৰ সংস্থার সদস্যরা নিয়োগ কেলেংকারির বিরুদ্ধে দীঘলি পুকুরের কাছে প্ৰতিবাদ বিক্ষোভে সামিল হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈও উপস্থিত ছিলেন। তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের শূন্য সহিষ্ণু নীতি নিছকই একটা মরীচিকা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com