প্ৰকল্পের কাজ ক্ষিপ্ৰতার করতে এনইসিকে বললেন রাজনাথ

প্ৰকল্পের কাজ ক্ষিপ্ৰতার করতে এনইসিকে বললেন রাজনাথ
Published on

উত্তর পূর্ব পরিষদকে(এনইসি)দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্ৰকল্পগুলির কাজ ক্ষিপ্ৰতর এবং তহবিলের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে বলেছেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং।সোমবার শিলঙে এনইসি-র ৬৭তম পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন রাজনাথ।অ্যাক্ট ইস্ট পলিসির উদ্দেশ্য পূরণে একটা রোডম্যাপ তৈরিতে নিজের ভূমিকা পালনের জন্য এনইসি-র প্ৰতি আর্জি জানান স্বরাষ্ট্ৰমন্ত্ৰী।তিনি আশা করেন,নবগঠিত নিতি ফোরাম এই অঞ্চলের বিকাশের পথ খুলে দেবে।ডোনারমন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং,অসমের মুখ্যমন্ত্ৰী সোনোয়াল ও অন্যান্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com