
নয়াদিল্লিঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী রাজ্য প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে অরুণাচল প্ৰদেশ ও মিজোরামের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বুধবার এক টুইটে অরুণাচল প্ৰদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন,‘অরুণাচল প্ৰদেশ হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অলংকার। রাজ্যের দৃষ্টিনন্দন প্ৰাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য আমরা সবাই গর্বিত। আমি এই রাজ্যের উজ্জ্বল ভবিষ্য কামনা করছি’। একইসঙ্গে রাজ্য দিবসে মিজোরামবাসীর প্ৰতি শুভেচ্ছা জানিয়ে কোবিন্দ বলেন,‘রাজ্য সফরকালে রাজ্যের মানুষের যে অকৃত্ৰিম ভালবাসা ও আতিথেয়তা আমি পেয়েছি তা চিরদিন আমার স্মরণে থাকবে। এই সুন্দর রাজ্যটি উন্নয়নের পথে এগিয়ে যাক আমি তারই কামনা করছি’।
পৃথক টুইটে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বলেন,অরুণাচল প্ৰদেশের সংস্কৃতির একটা বিশেষত্ব রয়েছে। প্ৰতিষ্ঠা দিবসে অরুণাচলের জনগণের প্ৰতি শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন,রাজ্যের সংস্কৃতির একটা বিশেষত্ব রয়েছে এবং অরুণাচলের মানুষের প্ৰকৃতি খুবই চমৎকার এবং তাদের মধ্যে রয়েছে দেশপ্ৰেমের অকৃত্ৰিম ছাপ। আগামি দিনগুলিতে রাজ্য অগ্ৰগতির পথে এগিয়ে যাক তারই কামনা করেন প্ৰধানমন্ত্ৰী।
এদিন রাজ্য দিবসে মিজোরামবাসীর প্ৰতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন মোদি। মিজোরামের মানুষের সাহস ও মূল্যবোধের তারিফ করে মোদি বলেন,মিজো সংস্কৃতির জন্য সারা দেশ গর্ব বোধ করে। দেশের অগ্ৰগতিতে মিজোরামের অবদানের কথাও উল্লেখ করেন প্ৰধানমন্ত্ৰী। আগামি দিনগুলিতে মিজোরাম আরও এগিয়ে যাক তারই সদিচ্ছা ব্যক্ত করেন মোদি।
কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীও এক টুইটে প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে উভয় রাজ্যকে অভিনন্দন জানিয়েছেন। ‘প্ৰতিষ্ঠা দিবসে অরুণাচল প্ৰদেশ ও মিজোরামের চমৎকার মানুষের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইলো’-টুইটে বলেছেন রাহুল।