বাংলাদেশি মুক্ত এনআরসি শহিদদের আত্মত্যাগের প্ৰতি ন্যায়বিচার হবেঃ আসু

বাংলাদেশি মুক্ত এনআরসি শহিদদের আত্মত্যাগের প্ৰতি ন্যায়বিচার হবেঃ আসু
Published on

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)অসমকে বিদেশি মুক্ত করতে টানা ৬ বছর আন্দোলন করছিল। আসু রবিবার এই আশা ব্যক্ত করেছে যে জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)পূর্ণাঙ্গ খসড়ায় একজনও অবৈধ বাংলাদেশির নাম উঠবে না। আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য সেন্টিনেলকে বলেছেন,সুপ্ৰিমকোর্টের তত্ত্বাবধানে অসম চুক্তির ভিত্তিতে সোমবার এনআরসি-র যে পূর্ণাঙ্গ খসড়া প্ৰকাশ পাচ্ছে তা শুধু একটা ঐতিহাসিক মুহূর্তই নয়,একটা গর্বেরও মুহূর্ত।

সমুজ্জ্বল বলেন,এনআরসি হলো রাজ্যের স্থানীয় মানুষের অস্তিত্ব ও অধিকার রক্ষার একমাত্ৰ দস্তাবেজ ও হাতিয়ার। তিনি সবশ্ৰেণির মানুষকে শান্তি-সম্প্ৰীতি বজায় রাখার আন্তরিক অনুরোধ জানান। এনআরসি নবায়ন নিয়ে আসু বাঙালি ও মুসলিম বিরোধী বলে যে অভিযোগ উঠেছিল তা খণ্ডন করে ভট্টাচার্য বলেন,আসু জাতপাত,কোনও ধর্মীয় সম্প্ৰদায়ের বিরোধী নয়। আসু একমাত্ৰ অবৈধ বাংলাদেশিদের বিরোধী।

আসুর সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ৰমে দীপাঙ্ক কুমার নাথ ও লুরিনজ্যোতি গগৈ বলেন,এনআরসি অবৈধ বাংলাদেশি মুক্ত হলে অসম আন্দোলনের শতাধিক শহিদের প্ৰতি ন্যায় বিচার করা হবে। নাথ এবং গগৈ উভয়েই এনআরসি-র খসড়া প্ৰকাশের পর রাজ্যবাসীকে শান্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com