বিটিএডিতে গুলি চালনার ঘটনা,এনডিএফবির ৪ ক্যাডারকে দোষী ঘোষণা এনআইএ-র

বিটিএডিতে গুলি চালনার ঘটনা,এনডিএফবির ৪ ক্যাডারকে দোষী ঘোষণা এনআইএ-র
Published on

গুয়াহাটিঃ বিশেষ জাতীয় তদন্তকারী সংস্থার(এনআইএ)গুয়াহাটি কোর্ট ২০১৪ সালে শোণিতপুর জেলার রাফহাকমারি পুলিশ ফাঁড়ির অধীন শান্তিপুর গ্ৰামের গণ হত্যাকাণ্ডে অভিযুক্ত এনডিএফবি-র মাস্টারমাইন্ড ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। উল্লেখ করা যেতে পারে যে,২০১৪-র ২৩ ডিসেম্বর এনডিএফবি ক্যাডারদের এলোপাথাড়ি গুলি চালনায় ছয় ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল দুজন। সূত্ৰটি জানিয়েছে,এনআইএ ২০১৫ সালের ২২ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। অভিযুক্ত চারজন হলো সঞ্জু বরদলৈ ওরফে শিবিগিরি,বিষ্ণু নার্জারি ওরফে এন বেরেমা,আহয় বসুমতারি ওরফে বি বুজামবুরা এবং নিতুল দৈমারি ওরফে ডি নাইহাব। এরা প্ৰত্যেকেই ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ডের(এনডিএফবি)সদস্য। এদের জেলে পাঠানো নিয়ে আদালতে শুনানি হবে আগামি ৭ সেপ্টেম্বর।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com