বিরোধীদের ডাকা ভারত বনধে মিশ্ৰ সাড়া

বিরোধীদের ডাকা ভারত বনধে মিশ্ৰ সাড়া
Published on

নয়াদিল্লিঃ জ্বালানির মূল্যবৃদ্ধি এবং টাকার মূল্য নিম্নগামী হওয়ার প্ৰতিবাদে কংগ্ৰেস এবং বামগুলির ডাকা সোমবারের ভারত বনধে মিশ্ৰ সাড়া পাওয়া গেছে দেশে। মোদি সরকারের কাজকর্মের প্ৰতিবাদে বিরোধীরা এদিন দেশের বিভিন্ন স্থানে বনধ সফল করার চেষ্টা চালায়। তবে বিজেপি বিরোধীদের এই প্ৰতিবাদ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে। ওড়িশা,কর্নাটক,বিহার,কেরল এবং ত্ৰিপুরায় সারা দিনের বনধে ব্যাহত হয় স্বাভাবিক জীবন।

ওদিকে গুজরাট,ঝাড়খণ্ড,মহারাষ্ট্ৰ,হরিয়ানা,জম্মু ও কাশ্মীর,মধ্যপ্ৰদেশ ও রাজস্থানে মিশ্ৰ সাড়া পাওয়া গেছে বনধে। মমতা ব্যানার্জির শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে বনধের কোনও প্ৰভাব পড়েনি। দেশের বিভিন্ন স্থানে বনধ সমর্থকরা রেল লাইন ও সড়ক অবরোধ করে ট্ৰেন ও যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। বিহারের জাহানাবাদে গুরুতর অসুস্থ একটি শিশুর মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে সড়ক অবরোধের জন্য। কিছু কিছু স্থানে বনধ সমর্থকরা হিংসার আশ্ৰয় নেয় বলে অভিযোগ রয়েছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গেও পিকেটাররা সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com