বিশ্বকে একজোট করার প্ৰধান শক্তি যোগঃ প্ৰধানমন্ত্ৰী

বিশ্বকে একজোট করার প্ৰধান শক্তি যোগঃ প্ৰধানমন্ত্ৰী
Published on

দেরাদুনঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বলেন,যোগ হচ্ছে এমন একটা শক্তি যা ব্যক্তি বিশেষ,সমাজ,দেশ এবং সর্বোপরি সারা বিশ্বকে একসুতোয় বাঁধতে সাহায্য করে। বৃহস্পতিবার উত্তরাখণ্ডে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে মোদি বলেন,সারা বিশ্বই এখন যোগকে আপন করে নিয়েছে। বলেন,সুস্বাস্থ্যর জন্য যোগের মাহাত্ম্য যে কতটা গুরুত্ত্বপূর্ণ গোটা বিশ্ব আজ তা উপলব্ধি করতে পারছে এবং দুনিয়া জুড়ে যোগ দিবস পালিত হচ্ছে যথাযথ মর্যাদায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com