
রাঁচিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার রাঁচিতে সরকার পরিচালিত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যরক্ষা প্ৰকল্প ‘আয়ুষ্মান ভারত-প্ৰধানমন্ত্ৰী জন আরোগ্য যোজনা(এবি-পিএম-জেএওয়াই)সূচনা করলেন। প্ৰকল্পটির সূচনা করে মোদি বলেন,এই মেগা প্ৰকল্পের ফলে দেশের কমপক্ষেও ৫০ কোটি মানুষ উপকৃত হবেন,যা গোটা ইউরোপ,আমেরিকা,কানাডা ও মেক্সিকোর জনসংখ্যাকেও ছাপিয়ে যাবে। প্ৰধানমন্ত্ৰী স্মরণ করিয়ে দিয়ে বলেন,স্বাধীনতা দিবসের ভাষণে এই স্বাস্থ্য যোজনার কথা ঘোষণা করেছিলেন তিনি।
তাঁর মতে এটিই বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য প্ৰকল্প। রাঁচিতে এ উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় সম্বোধন করতে গিয়ে মোদি এদিন কারো নাম উল্লেখ না করে বিপক্ষকে কটাক্ষ করতে ছাড়েননি। মোদি বলেন,গরিবি হঠাও একটা সময় শ্লোগানে পরিণত হয়েছিল। কিন্তু গরিবদের জন্য তারা কিছুই করেনি। আসলে গরিবি হঠাও ছিল তাদের ভোট ব্যাংকের রাজনীতি। ক্ষমতার বলে বিনামূল্যে কিছু জিনিসপত্ৰ বণ্টন করে তারা গরিবদের আরও দুর্বলই করেছে।
কংগ্ৰেস বা কোনও দলের নাম উচ্চারণ না করে প্ৰধানমন্ত্ৰী বিপক্ষকে আক্ৰমণ শানিয়ে বলেন,আগের সরকারগুলির সব প্ৰকল্পই ছিল ভোট ব্যাংকের স্বার্থে। মোদি বলেন,জনতার ক্ষমতায়নে আমরা বিশ্বাসী। আয়ুষ্মান ভারত হচ্ছে একটা জনকল্যাণমুখী প্ৰকল্প। এই প্ৰকল্প সবার স্বার্থ পূরণ করবে। আগামি ২৫ সেপ্টেম্বর বিজেপির প্ৰতিষ্ঠাতা সদস্য পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে সারা দেশে চালু হবে এই প্ৰকল্প। পরিবার কিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ মিলবে বিনামূল্যে। প্ৰকল্পের ৬০ শতাংশ ব্যয় বহন করবে কেন্দ্ৰ,বাকি ৪০ শতাংশ রাজ্যকে বহন করতে হবে।