বিষমদ কাণ্ডঃ রাজ্যে গুড় নিষিদ্ধ করার নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

বিষমদ কাণ্ডঃ রাজ্যে গুড় নিষিদ্ধ করার নির্দেশ মুখ্যমন্ত্ৰীর
Published on

গুয়াহাটিঃ গোলাঘাট ও যোরহাট জেলায় বিষমদে ১৫০ জনের বেশি লোকের মৃত্যু হওয়ার পর এব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্ৰী সারা রাজ্যে গুড় নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

এখানে উচ্চ পর্যায়ের এক বৈঠকে পৌরোহিত্য করে সোনোয়াল রাজ্যে গুড় বিক্ৰি নিষিদ্ধ করার জন্য মুখ্যসচিব অলোক কুমারকে ব্যবস্থা নিতে বলেছেন। নেশাজাতীয় পানীয় চোলাই মদ তৈরিতে ব্যাপক হারে গুড় ব্যবহার করা হয়ে থাকে। আর এরজন্যই রাজ্যে গুড়ের ব্যবহার নিষিদ্ধ করা প্ৰয়োজন হয়ে পড়েছে। সোনোয়াল রাজ্যের সব জেলায় গুড় নিষিদ্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট সব জেলাশাসকদের নির্দেশ দিতে বলেছেন মুখ্যসচিবকে। এর পাশাপাশি রাজ্যের সব বাগান ও আশপাশ এলাকায় চোলাইয়ের বিরুদ্ধে সচেতনতা সভা আয়োজন করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়ার জন্য মুখ্যসচিবকে সুপারিশ করেছেন।

চোলাই খেয়ে তার পরিণাম কী ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলার জন্যই এমন সভা আয়োজন করতে বলা হয়েছে। বিষ মদের ক্ৰিয়ায় যে সব শিশুরা তাদের অভিভাবককে হারিয়েছে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে তাদের সরকারি সাহা্য্য দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে।

চা উপজাতি কল্যাণ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী পল্লব লোচন দাস,মুখ্যমন্ত্ৰীর আইনি উপদেষ্টা শান্তনু ভরালি,মুখ্যসচিব অলোক কুমার,শ্ৰম বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব জিষ্ণু বরুয়া,মুখ্যমন্ত্ৰীর প্ৰধান সচিব সঞ্জয় লোহিয়া এবং রাজস্ব,আবগারি ও শুল্ক বিভাগের কয়েকজন বরিষ্ঠ আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com