ভারতের প্ৰথম লোকপাল হলেন প্ৰাক্তন বিচারপতি পিনাকী চন্দ্ৰ ঘোষ

ভারতের প্ৰথম লোকপাল হলেন প্ৰাক্তন বিচারপতি পিনাকী চন্দ্ৰ ঘোষ
Published on

নয়াদিল্লিঃ সুপ্ৰিমকোর্টের অবসরপ্ৰাপ্ত বিচারপতি পিনাকী চন্দ্ৰ ঘোষকে ভারতের প্ৰথম লোকপাল হিসেবে নি্যুক্ত দেওয়া হয়েছে। রাষ্ট্ৰপতি ভবনের এক ইস্তহারে মঙ্গলবার একথা জানানো হয়। এই উদ্দেশে গঠিত প্যানেলের নেতৃত্বে থাকছেন অবসরপ্ৰাপ্ত বিচারপতি ঘোষ। প্যানেলের অন্যান্যরা হলেন বিচারপতি দিলীপ বি ভোঁসলে,প্ৰদীপ কুমার মোহান্তি,অভিলাষা কুমারী এবং অজয় কুমার ত্ৰিপাঠি। এছাড়াও প্যানেলে নন জুডিশিয়াল সদস্য হিসেবে থাকছেন দীনেশ কুমার জৈন,অর্চনা রমাসুন্দরম,মহেন্দর সিং এবং ইন্দ্ৰজিৎ প্ৰসাদ গৌতম। এই নিয়োগ প্ৰত্যেকের যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বধীন সিলেকশন কমিটি সম্প্ৰতি ঘোষের নাম চূড়ান্ত করে সিলমোহর দিয়েছে।

৬৭ বছর বয়সী বিচারপতি ঘোষ ২০১৭ সালের জুন থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য পদে বহাল রয়েছেন। ২০১০ সালের ৮ মার্চ ঘোষ সুপ্ৰিমকোর্টের বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। এরপর ২০১৭-র ২৭ মে তিনি শীর্ষ আদালতের বিচারপতি পদ থেকে অবসর নেন। এরআগে ঘোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি ও অন্ধ্ৰপ্ৰদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতির দায়িত্ব সামলেছিলেন।

লোকপাল আইন অনু্যায়ী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভি্যোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্ৰে একজন লোকপাল ও রাজ্যগুলোতে একজন করে লোকায়ুক্ৰ থাকবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com