গুয়াহাটিঃ তিনসুকিয়া জেলায় আলফার(আই)সঙ্গে সংঘর্ষে নিহত ওসি ভাস্কর কলিতার হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট শুক্ৰবার রাজ্যের মুখ্যসচিবের কাছে দাখিল করা হয়েছে। সিল করা ওই রিপোর্টের বিষয়বস্তু এখনও প্ৰকাশ করা হয়নি। গত ৪মে ওসি ভাস্কর কলিতা আলফার(আই)সঙ্গে সংঘর্ষে নিহত হন। তাঁর শরীরে বুলেট প্ৰুফ জ্যাকেট থাকা সত্ত্বেও জঙ্গিদের গুলি তাঁর বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরবর্তী সময়ে কলিতার পরনে থাকা বুলেটপ্ৰুফ জ্যাকেটের মান নিয়ে প্ৰশ্ন উঠে। বুলেট প্ৰুফ জ্যাকেট বিদ্ধ হয়ে কলিতার বুকে কি করে গুলি লাগল প্ৰশ্ন উঠে তা নিয়েও। জ্যাকেটে কোনও ধরনের ত্ৰুটি ছিল কিনা তা নিয়ে তদন্তের দাবি ওঠে। তদন্তের দায়িত্ব পড়ে অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণের ওপর। তদন্ত সেরে সঞ্জয় কৃষ্ণ শুক্ৰবার মুখ্যসচিবের হাতে রিপোর্ট তুলে দেন। তদন্তের কাজে তাঁকে সাহায্য করেন এসিএস আধিকারিক মুকুট ফুকন।
সূত্ৰটি বলেছে,কংগ্ৰেসের শাসনকালে তদানীন্তন পুলিশ বাহিনী এই বুলেট প্ৰুফ জ্যাকেটগুলি সংগ্ৰহ করেছিল। ত্ৰুটিপূর্ণ এই সব বুলেট প্ৰুফ জ্যাকেট সংগ্ৰহের পিছনে কে বা কারা জড়িত তা নিয়েও প্ৰশ্ন উঠেছিল।