মুদ্ৰিত ও অনলাইনে এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ করা হবেঃ হাজেলা

মুদ্ৰিত ও অনলাইনে এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশ করা হবেঃ হাজেলা
Published on

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশের প্ৰস্তুতি চলছে জোরকদমে। ৩০ জুলাই দুটো সংস্করণে অর্থাৎ অনলাইন ও মুদ্ৰিত আকারে প্ৰকাশ করা হবে চূড়ান্ত খসড়া। মুদ্ৰিত খসড়া এনআরসি-র সব কেন্দ্ৰে দেখা যাবে এবং এতে শুধু আবেদনকারীর ছবিই নয়,নাম অভিভাবকের নাম,স্থায়ী এবং বর্তমান ঠিকানা,জন্মের তারিখ ও কোন রাজ্যে জন্ম ইত্যাদির উল্লেখ থাকবে। অন্যদিকে অনলাইনে শুধুমাত্ৰ নাগরিকের নামই উঠবে। উল্লেখ্য,প্ৰথম দফার খসড়া প্ৰকাশিত হয়েছিল ২০১৭-র ৩১ ডিসেম্বর মাঝরাতে। সেবার ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১.৯০ কোটির নাম উঠলেও তাতে নাগরিকদের ছবি ও বিস্তারিত তথ্য ছিল না। এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা বলেন,পরিকল্পনা মতো কাজ এগোচ্ছে এবং নির্ধারিত দিনেই খসড়া প্ৰকাশ করা হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com