মেঘরঞ্জনী মেধি ওয়াইএএ পুরস্কারে সম্মানিত

মেঘরঞ্জনী মেধি ওয়াইএএ পুরস্কারে সম্মানিত
Published on

অভিনেত্ৰী তথা কথক নৃত্যশিল্পী মেঘরঞ্জনী মেধিকে সম্প্ৰতি গুয়াহাটিতে ডালমিয়া সিমেণ্ট ইয়ং অ্যাচিভার্স(ওয়াইএএ)পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ডালমিয়া সিমেণ্টের সেলস ও মার্কেটিং বিভাগের প্ৰধান সুনীল আগরওয়াল শিল্পীর হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন,যোগ্য হিসেবে এই পুরস্কারের হকদার তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com