রাজ্যসভায় ক্যাব রুখুন,রাজনৈতিক নেতাদের প্ৰতি আর্জি আসু,নেসোর

রাজ্যসভায় ক্যাব রুখুন,রাজনৈতিক নেতাদের প্ৰতি আর্জি আসু,নেসোর
Published on

গুয়াহাটিঃ উত্তরপূর্ব সংগঠন(নেসো)এবং সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)একটি উচ্চ পর্যায়ের প্ৰতিনিধিদল রবিবার নয়াদিল্লিতে ইউনাইটেড প্ৰোগ্ৰেসিভ অ্যালায়েন্স(ইউপিএ)এবং ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্সের(এনডিএ)নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে তাঁদের সমর্থন সংগ্ৰহের জন্য। বিতর্কিত বিলটি যাতে কোনওভাবে রাজ্যসভায় পাস না হয় তার জন্য রাজনৈতিক দলগুলির সমর্থন চান নেসো ও আসুর প্ৰতিনিধিদলটি।

নেসোর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বিলের বিরোধিতা করতে অবিজেপি সব রাজনৈতিক দলের প্ৰতি আবেদন জানানো কালে বলেন,রাজ্যসভায় ওই বিল পাসে বাধা দিতে আসু চেষ্টায় কোনও কসুর করবে না।

নেসো এবং আসুর প্ৰ্তিনিধিরা দিল্লিতে জনতা দল(ইউনাইটেড)এবং বিজু জনতা দল(বিজেডি)নেতাদের সঙ্গেও আলোচনা করেন। ছাত্ৰ নেতারা আগামি আরও কয়েকদিন দিল্লিতে বিলের বিরুদ্ধে প্ৰচার চালাবেন।

কেন্দ্ৰের এনডিএ সরকারের শরিক জনতা দল(ইউনাইটেড)ঘোষণা করেছে যে দল রাজ্যসভায় ওই বিলের বিরুদ্ধেই ভোট দেবে। বিতর্কিত বিলটি লোকসভায় পাস হলেও বর্তমানে রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com