
রাজ্যের বর্তমান সরকার সত্ৰের জমি দখলদারদের কবল থেকে মুক্ত করার কথা দিয়েছিল। কিন্তু সরকারকে এখন আর এনিয়ে মাথা ঘামাতে দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্ৰীর দায়িত্ব নিয়ে সোনোয়াল এই ইস্যুতে একটা সক্ৰিয় ভূমিকা নিয়েছিলেন এবং ওই সময়ে বেশ কয়েকবার জরিপ ও নির্দিষ্ট কিছু স্থানে সত্ৰের জমি দখল মুক্ত করতে ঘনঘন অভিযানও চালানো হয়েছিল। অবৈধ দখলদারদের কবল থেকে সত্ৰের জমি মুক্ত করতে প্ৰস্তাবিত যুগ্ম জরিপের কাজও বাস্তবায়িত হয়নি। অসম মহাসভার দাবি সহস্ৰাধিক বিঘা সত্ৰের জমি সন্দেহভাজন ব্যক্তিরা দখল করে রেখেছে।