রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে ৫৯টি মনোনয়ন বৈধ,৩টি বাতিল

রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে ৫৯টি মনোনয়ন বৈধ,৩টি বাতিল
Published on

গুয়াহাটিঃ কোকরাঝাড় আসনের তিনটি ছাড়া আগামি ২৩ এপ্ৰিল অনুষ্ঠেয় বাকি তিনটি লোকসভা কেন্দ্ৰের সব মনোনয়নপত্ৰ বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কোকরাঝাড় ৩টি মনোয়ন পত্ৰ বাতিল হয়ে গেছে। শুক্ৰবার কোকরাঝাড়,গুয়াহাটি,বরপেটা ও ধুবড়ি এই চার কেন্দ্ৰের মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করে দেখা হয়।

তৃতীয় দফার নির্বাচনের জন্য এই চার কেন্দ্ৰের মোট ৫৯টি মনোনয়নপত্ৰ বৈধ পাওয়া গেছে। কোকরাঝাড় কেন্দ্ৰে মোট ৯টি মনোনয়নপত্ৰ বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে গুয়াহাটির ১৯টি,বরপেটার ১৪ এবং ধুবড়ি কেন্দ্ৰের ১৭টি মনোনয়নপত্ৰ বৈধ প্ৰতিপন্ন হয়েছে। তৃতীয় দফা নির্বাচনের মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের অন্তিম দিন ৮ এপ্ৰিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com