রাজ্যে মাস্টাররোল ও ক্যাজুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি করলো সরকার

রাজ্যে মাস্টাররোল ও ক্যাজুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি করলো সরকার
Published on

গুয়াহাটিঃ অসমের বিভিন্ন সরকারি বিভাগে ভবিষ্যতে চতুর্থ শ্ৰেণির কর্মচারী নিয়োগ বন্ধ করার বিতর্ক চলা সত্ত্বেও ১২ হাজারেরও বেশি মাস্টাররোল ও ক্যাজুয়াল কর্মীদের বেতন বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা সোমবার বিকেলে এখানে সাংবাদিকদের বলেন,সরকারের ৫২টি বিভাগে কর্মরত ১২৮৬০ জন মাস্টাররোল এবং ক্যাজুয়াল কর্মী এতদিন মাসিক ৩ থেকে ৬ হাজার টাকা ফিক্সড পে পাচ্ছিলেন।

রাজ্য মন্ত্ৰিসভা এই সব কর্মীদের ফিক্সড পে-র পরিবর্তে নিয়মিত স্কেল পে-র আওতায় আনার সিদ্ধান্ত নেয় বলে শর্মা উল্লেখ করেন। এবার থেকে এই সব কর্মীদের বেতন ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে মাসে ১৮ হাজার টাকায় দাঁড়াবে। ২০১৮ সালের ১ নভেম্বর থেকে মাস্টাররোল ও ক্যাজুয়াল কর্মীদের এই নতুন বেতন কাঠামো প্ৰযোজ্য হবে-জানান শর্মা। সবস্তরের সরকারি কর্মীদের প্ৰতি বর্তমান সরকারের দরদ ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে শর্মা বলেন,মাস্টাররোল ও ক্যাজুয়াল কর্মীদের বেতন বৃদ্ধির জন্য রাজকোষকে বার্ষিক ১৮০ কোটি টাকা খরচ বহন করতে হবে। তিনি আরও বলেন,১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে এই সব কর্মীদের নিয়োগ করেছিল রাজ্য সরকার।

রাজ্য সরকার ভবিষ্যতে চতুর্থ শ্ৰেণির কর্মচারী নিয়োগ বন্ধ করতে চলেছে বলে এক শ্ৰেণির সংবাদ মাধ্যমে প্ৰকাশিত খবর খণ্ডন করে অর্থমন্ত্ৰী বলেন,সম্প্ৰতি রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগে ৩৭১১ জন চতুর্থ শ্ৰেণির কর্মচারী নিয়োগ করেছে। সরকার অন্যান্য বিভাগেও এধরনের কর্মচারী নিয়োগ অব্যাহত রাখবে-জানান শর্মা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com