রাজ্যে সড়ক পরিকাঠামোর অবস্থা খুবই শোচনীয়,মেরামতের নামগন্ধ নেই

রাজ্যে সড়ক পরিকাঠামোর অবস্থা খুবই শোচনীয়,মেরামতের নামগন্ধ নেই
Published on

গুয়াহাটিঃ রাজ্যের প্ৰতিটি সড়কেরই অবস্থা বেহাল। বিভিন্ন স্থানে সড়ক মেরামতির আওয়াজ উঠেছে। গত দুবছর মেরামত না হওয়ায় সড়কগুলির কদর্য হাল হয়েছে। পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন রাজ্যের সব সড়ক সারাতে হলে পূর্ত বিভাগের ৫ হাজার কোটি টাকার প্ৰয়োজন। মেরামত বাবদ রাজ্য সরকারের পক্ষে এই মোটা টাকা পূর্ত বিভাগকে দেওয়া সম্ভব নয়। তবে ২০১৬তে বাজেট পেশের সময় অর্থমন্ত্ৰী শর্মা আগামি ৩বছর সড়ক রক্ষণাবেক্ষণে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্ৰতিশ্ৰুতি রেখেছিলেন। এরপরও গত দুবছরে সড়ক মেরামত হতে দেখা যায়নি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com