লোকসভা নির্বাচনের জন্য সরকারি ছুটি ঘোষণা

লোকসভা নির্বাচনের জন্য সরকারি ছুটি ঘোষণা
Published on

গুয়াহাটিঃ অসম সরকার এনআই অ্যাক্টের অধীনে তিনদফা লোকসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলাগুলিতে সরকারি ছুটি ঘোষণা করেছে। ১১ এপ্ৰিল অনুষ্ঠেয় প্ৰথম দফা নির্বাচনের জন্য বিশ্বনাথ,চরাইদেউ,ধেমাজি,যোরহাট,লখিমপুর,মাজুলি,নগাঁও,শিবসাগর,শোণিতপুর এবং তিনসুকিয়া জেলায় সরকারি ছুটি থাকছে।

১৮ এপ্ৰিল দ্বিতীয় দফার নির্বাচনের জন্য সরকারি ছুটি থাকছে কাছাড়,দরং,ডিমা হাসাও,হাইলাকান্দি,হোজাই,কার্বি আংলং,করিমগঞ্জ,মরিগাঁও,নগাঁও,নলবাড়ি,ওদালগুড়ি ও পশ্চিম কার্বি আংলং জেলায়।

২৩ এপ্ৰিল তৃতীয় দফার নির্বাচনের দিন ছুটি থাকছে বাকসা,বরপেটা,বঙাইগাঁও,চিরাং,ধুবড়ি,গোয়ালপাড়া,কামরূপ,কামরূপ(মেট্ৰো),কোকরাঝড় এবং দক্ষিণ শালমারা জেলায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com