নয়াদিল্লিঃ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির(এনআইএ)প্ৰাক্তন প্ৰধান শরদ কুমারকে সেণ্ট্ৰাল ভিজিল্যান্স কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। রবিবার এক সরকারি বিবৃতিতে একথা জানানো হয়।