শিক্ষিকাকে ধর্ষণ ও খুনের দায়ে এক অপরাধীর মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন কারাবাসের রায় কোর্টের

শিক্ষিকাকে ধর্ষণ ও খুনের দায়ে এক অপরাধীর মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন কারাবাসের রায় কোর্টের
Published on

নগাঁওঃ অবিভক্ত নগাঁও জেলার যমুনামুখে একজন প্ৰধান শিক্ষিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্ৰধান অভিযুক্ত মইনুল হককে বুধবার মৃত্যুদণ্ডের সাজা শোনালেন হোজাইয়ের অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারপতি এনএস দেউরি। এই নারকীয় ঘটনার আরও এক অভিযুক্ত সেলিম উদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের রায় দিয়েছেন বিচারপতি।

সপ্তাহ খানেক আগে আদালত অভিযুক্ত দুজনকে দোষী বলে রায় দেয়। বুধবার দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিল আদালত। ২০১৭-র ৩১ জুলাই ওই শিক্ষিকা স্কুল থেকে ফেরার সময় অভিযুক্তরা তাঁকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছিল। অভিযুক্তরা খুনের পর শিক্ষিকার মৃতদেহ কপিলি নদীতে ফেলে দিয়েছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com