শ্ৰীমন্ত শঙ্করদেবের অবদান তুলে ধরতে জাদুঘর হচ্ছে গুয়াহাটির কলাক্ষেত্ৰে

শ্ৰীমন্ত শঙ্করদেবের অবদান তুলে ধরতে জাদুঘর হচ্ছে গুয়াহাটির কলাক্ষেত্ৰে
Published on

গুয়াহাটিঃ মহান বৈষ্ণব সন্ত শ্ৰীমন্ত শঙ্করদেবের বহুমুখী ব্যক্তিত্ব এবং অসমের সমাজজীবনে তাঁর অসামান্য অবদান তুলে ধরতে রাজ্য সরকার মহানগরীর কলাক্ষেত্ৰে শীঘ্ৰই একটা জাদুঘর স্থাপন করবে। নতুন প্ৰজন্ম ও দেশী,বিদেশি পর্যটকদের সামনে শঙ্করদেবের বহুমুখী ব্যক্তিত্বকে তুলে ধরতে এই প্ৰস্তাব রেখেছে দিশপুর।

মঙ্গলবার জনতা ভবনে এক বৈঠকে এই প্ৰকল্পের অগ্ৰগতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল। প্ৰস্তাবিত জাদুঘরের কাঠামো এবং অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়। শঙ্করদেবের জীবনের প্ৰতিটি পর্ব ও তাঁর ব্যক্তিত্বকে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন সোনোয়াল।

বহু গুণের অধিকারী শঙ্করদেবের মধ্যে প্ৰতিফলিত হয়েছে বিশ্বমানবতার ভাব। তিনি শুধু ধর্মগুরু বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের কাণ্ডারিই ছিলেন না,ছিলেন বিরল ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ-বলেন মুখ্যমন্ত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com