নয়াদিল্লিঃ ২০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নিম্ন সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প ২০২২-২৩ সালে চালু হতে পারে।কেন্দ্ৰীয় শক্তি দপ্তরের একজন বরিষ্ঠ কর্মকর্তা বলেন,কেন্দ্ৰ এবং অসম ও অরুণাচল প্ৰদেশ উভয় সরকার কিছু পরিমার্জিত পন্থাপদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে,যাতে কাজ শুরু করা যায়। নতুন দিল্লি বিশেষ করে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্ৰে উত্তর পূর্বাঞ্চলকে উচ্চ অগ্ৰাধিকার দিচ্ছে। কেন্দ্ৰীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের তরফে সম্পূর্ণ করা রি-অ্যাসেসমেন্ট স্টাডি অনু্যায়ী দেশে জলবিদ্যুতের সম্ভাবনাগুলি চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে,২০০টি হাইড্ৰো ইলেকট্ৰিক স্টেশন রয়েছে(২৫ মেগাওয়াটের ঊর্ধ্বে)। এগুলির মোট উৎপাদন ক্ষমতা ৪৫৩৯৯.২২ মেগাওয়াট,যা ভারত জুড়ে কর্মক্ষম রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্ৰে অরুণাচল প্ৰদেশে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে-বলেন কর্মকর্তাটি। অরুণাচলে রঙা নদী(৪০৫)এবং পারে ১১০(মেগাওয়াট)মোট ৫১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আরও তিনটি জলবিদ্যুৎ প্ৰকল্প মূলত কামেং(৬৬০ মেগাওয়াট)নিম্ন সুবনশিরি(২০০০ মেঘাওয়াট)গংরি(১৪৪ মেগাওয়াট)বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে।