হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আরও ৪ জনকে গ্ৰেপ্তার করল অসম পুলিশ

হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আরও ৪ জনকে গ্ৰেপ্তার করল অসম পুলিশ
Published on

গুয়াহাটিঃ রাজ্যে সন্ত্ৰাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের ঘাঁটি গাড়তে যে সব কাশ্মীরি যুবক অসমে এসেছে তাদের খোঁজে অসম পুলিশ জোর তল্লাশি অভিযানে নেমেছে। আইএসআই মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির সঙ্গে সম্পর্ক রাখার জন্য পুলিশ গত ২৪ ঘন্টায় আরও ৪ জনকে গ্ৰেপ্তার করেছে। এরআগে ৩ জনকে গ্ৰেপ্তার করা হয়েছিল। সূত্ৰটি সেন্টিনেলকে বলেছে,হিজবুলের আদর্শে বিশ্বাসী কিছু কাশ্মীরি যুবক কয়েক মাস আগে অসমে ঢুকেছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এদের মূল লক্ষ্য হচ্ছে,এই অঞ্চলের যুবকদের হিজবুলে যোগ দিতে উৎসাহিত করা এবং রাজ্যে জঙ্গি সংগঠনটির আস্তানা গড়ে তোলা।

অসমের যুবকদের মধ্যে হিজবুলের আদর্শ ছড়িয়ে দিতে অসমকেই উর্বর জমি হিসেবে বেছে নেওয়ার পিছনে একাংশ কাশ্মীরি যুবকই মূল মাথা বলে মনে করা হচ্ছে। ‘যদি এই সব কাশ্মীরি যুবকদের প্ৰত্যেককে গ্ৰেপ্তার করা যায় তাহলে অসমে হিজবুল মুজাহিদিনের সন্ত্ৰাসী কাজকর্ম চালানোর সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হবে’-বলেছে সূত্ৰটি। তবে পুলিশ এই সব কাশ্মীরি যুবকরা কোথায় গা ঢাকা দিয়ে আছে সে ব্যাপারে নিশ্চিত হতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হিজবুলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে অসম পুলিশ গত ২৪ ঘন্টায় ৪ জন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। ধৃত ব্যক্তিরা হলো রিওয়াজ উদ্দিন(৫০),মহম্মদ জয়নাল আহমেদ(৫৫),মহম্মদ বাহারুল ইসলাম(২৩)ও সাইদুল ইসলাম। এর আগে পুলিশ শাহনওয়াজ আলম(৩৯)এবং সাইদুল আলম ও উমর ফারুককে(৩৫)একই অভিযোগে গ্ৰেপ্তার করেছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com