গুয়াহাটিঃ অসম বিধানসভায় বুধবার অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ২০১৯-২০ সালের যে রাজ্য বাজেট পেশ করছেন তার প্ৰশংসা করেছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্ৰী বলেন,এই বাজেট জনমুখি এবং তা রাজ্যের সবশ্ৰেণির মানুষের আশা আকাঙ্খাকে পূরণ করবে। সম উন্নয়নের পাশাপাশি প্ৰত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে বাজেট। এছাড়াও বাজেটের মাধ্যমে ত্বরান্বিত হবে রাজ্যের আর্থ-সামাজিক বিকাশ।
সোনোয়াল বলেন,‘বরাক,ব্ৰহ্মপুত্ৰ,পাহাড় ও সমতলে বসবাসকারী প্ৰত্যেক মানুষের সম উন্নয়ন ও সম মর্যাদায় গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে’। তিনি আরও উল্লেখ করেন বাজেটে ৫৪ লক্ষ পরিবারকে ১ টাকা কেজি দরে চাল দেওয়ার এবং ৪ লক্ষ চা বাগান শ্ৰমিককে বিনামূল্যে চাল ও চিনি দেওয়ার প্ৰস্তাব রাখা হয়েছে। এরফলে এই সব মানুষের সামাজিক নিরাপত্তা সুনশ্চিত হবে। এছাড়াও অরুন্ধতী,জ্ঞান দীপিকা,বিস্তারিত অটল অমৃত অভিযান,বিস্তারিত কনকলতা মহিলা সবলীকরণ যোজনা,শহিদ কুশল কোঁয়র বৃদ্ধকালীন পেনশন স্কিম,কৃষক কল্যাণ প্ৰকল্পের যে প্ৰস্তাব বাজেটে রাখা হয়েছে তাতে রাজ্যের সবশ্ৰেণির মানুষের ক্ষমতা বৃদ্ধি পাবে-বলেন মুখ্যমন্ত্ৰী।
সোনোয়াল আরও বলেন,বাজেটে দর্শন,ভাষা গৌরব এবং অসম মালা প্ৰকল্পের যে প্ৰস্তাব রাখা হয়েছে তা রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্ৰের উন্নয়ন ও এর জনপ্ৰিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে। আগামি ৩ বছরের মধ্যে ১ হাজার কিলোমিটার দীর্ঘ উচ্চ মানের পথ নির্মাণেরও প্ৰস্তাব রাখা হয়েছে বাজেটে। রাজ্যের সব শ্ৰেণির মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের হার ক্ষিপ্ৰতর করার প্ৰস্তাব বাজেটে রাখা হয়েছে ।