২০২০-এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল সংযোগ স্থাপন করবে এনএফআর

২০২০-এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল সংযোগ স্থাপন করবে এনএফআর
Published on

গুয়াহাটিঃ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে(এনএফআর)গোটা উত্তর পূর্বাঞ্চলে রেলওয়ে পরিকাঠামো গড়ে তুলছে এং ২০২০-এর মধ্যে এই অঞ্চলের আট রাজ্যের রাজধানী শহর রেল মানচিত্ৰে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এনএফআর-এর মুখ্য জনসংযোগ আধিকারিক পিজে শর্মা কেন্দ্ৰীয় তথ্য ও প্ৰচার মন্ত্ৰকের উত্তর পূর্বাঞ্চলের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ধাতওয়ালিয়ার উপস্থিতিতে বলেন,এনএফ রেলওয়ে ২০২০-র মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজধানী শহরের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্য ধার্য করেছে এবং মায়ানমার,বাংলাদেশ ও নেপালের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাছাড়া অরুণাচল প্ৰদেশের তাওয়াঙের সঙ্গে রেল সংযোগ স্থাপন করা নিয়ে জরিপের কাজ চলছে। সাম্প্ৰতিক উন্নয়নমূলক কার্যকলাপের প্ৰতি আলোকপাত করে শর্মা জানান,পুরো উত্তর পূর্বাঞ্চলে একটাও উন্মুক্ত লেভেল ক্ৰসিং আর থাকবে না। তিনি আরও বলেন,ভারতীয় রেল যাত্ৰীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্ৰতি বরাবর অগ্ৰাধিকার দিয়ে এসেছে। বগিবিলে ব্ৰহ্মপুত্ৰের উপর নির্মীয়মাণ সেতুটি ভারতীয় রেলের একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল বলে উল্লেখ করেন তিনি। এই সেতুটি অসমের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবং খুব শিগগিরই সেতুটি চালু হবে বলে জানান শর্মা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com