বহু প্ৰতীক্ষিত এনআরসি-র চূড়ান্ত তথা পূর্ণাঙ্গ খসড়া প্ৰকাশ হবে ৩০ জুলাই। সুপ্ৰিমকোর্ট সোমবার এনআরসি কর্তৃপক্ষকে ওই নির্দেশ দিয়েছে। বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিম্যানকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সোমবার এই ইস্যুতে শুনানির পর ওই রায় দেয়। কোর্টের এই নির্দেশে হাজেলা হাতে একমাস বাড়তি সময় পেলেন। এরআগে সুপ্ৰিমকোর্ট খসড়া প্ৰকাশের জন্য ৩০ জুন চরম সময় বেঁধে দিয়েছিল। বন্যার জন্য এনআরসি-র কাজে ব্যাঘাত ঘটে। প্ৰথম দফার খসড়ায় যে সব বিদেশির নাম ঢুকেছিল তাদের নাম ছেঁটে ফেলতে কোর্ট হাজেলাকে বলেছে।