৫৫ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ

৫৫ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ
Published on

নয়াদিল্লিঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ সোমবার পদ্ম পুরস্কারের জন্য মনোনীত মোট ১১২ জনের মধ্যে ৫৫ জনের হাতে পদ্ম পুরস্কার তুলে দেন। সমাজের বিভিন্ন ক্ষেত্ৰে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে একটি পদ্ম বিভূষণ,৮টি পদ্মভূষণ ও ৪৬টি পদ্মশ্ৰী পুরস্কার। পদ্ম বিভূষণ দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। এবার মহারাষ্ট্ৰের বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব তথা লেখক বলবন্ত মোরেশ্বর পুরান্দারেকে এই সম্মানে ভূষিত করা হয়।

পদ্ম পুরস্কারপ্ৰাপ্ত অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন লেখক সাংবাদিক কুলদীপ নায়ার,প্ৰভু দেবা,শঙ্কর মহাদেবন ও প্ৰয়াত কাদের খান। চিকিৎসক রবীন্দ্ৰ এবং চিকিৎসক স্মিতা কোলহেকে যৌথভাবে পদ্মশ্ৰী পুরস্কার প্ৰদান করা হয়। পদ্ম বিভূষণ পুরস্কারের জন্য মোট চারজনকে মনোনীত করা হয়েছিল।

দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় পঞ্জাবের রাজনৈতিক নেতা তথা রাজ্যসভার সদস্য সুখদেব সিং ধিংসা,সিসকোর প্ৰাক্তন সিইও জন চেম্বার ও লোকসভার প্ৰাক্তন ডেপুটি স্পিকার কারিয়া মুণ্ডা,মালয়লম ছবির অভিনেতা বিশ্বনাথ মোহনলালকে।

সাংসদ হাকুমদেব নারায়ণ যাদব এবং সেতার বাদক বুধাদিত্য মুখার্জিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। কুলদীপ নায়ারের পক্ষে পুরস্কার গ্ৰহণ করেন তাঁর স্ত্ৰী ভারতী নায়ার।

পদ্মশ্ৰী পুরস্কারে যাঁরা সম্মানিত হয়েছেন তাঁরা হলেন টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরথ কমল,কুস্তিগির বজরঙ্গ পুনিয়া,দাবা খেলোয়াড় হারিকা দ্ৰোণাভাল্লি,চিকিৎসক অসমের ইলিয়াস আলি ও চিকিৎসক মামেন চাণ্ডি,স্থাপত্যকার বিমল পাটে,আর্কিওলজিস্ট দিলীপকুমার চক্ৰবর্তী,শিক্ষাবিদ গণপত আই প্যাটেল,আধ্যাত্মিক গুরু বঙ্গারু আদিগালার,সমাজসেবী মুক্তাবেন পঙ্কজ কুমার দাগলি,রজনীকান্ত,বুলু ইমাম,বিহারের বিধায়ক ভগিরথী দেবী,কর্নাটকের সঙ্গীতকার কদম পুথারমদম,গোপালন থানথ্ৰি জায়ন ও প্ৰাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর। রাষ্ট্ৰপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্যদের পরবর্তী সময়ে পুরস্কার দেওয়া হবে। পদ্ম পুরস্কার জয়ীদের মধ্যে ২১ জন মহিলা রয়েছেন। এছাড়াও বিদেশি বা অনাবাসী ভারতীয় রয়েছেন ১১ জন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com