গুয়াহাটিঃ নাগরিকরা প্ৰস্তুত থাকুন। অসমে মোবাইল ইন্টারনেট সেবা ফের বন্ধ হতে পারে। প্ৰচার মাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। প্ৰাপ্ত রিপোর্ট মতে,অসম সরকার গৌহাটি হাইকোর্টকে তাদের পূর্বের নির্দেশ পর্যালোচনা করার আর্জি জানিয়েছে। গৌহাটি হাইকোর্টে বৃহস্পতিবার সন্ধের মধ্যে অসমে মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য,গৌহাটি হাইকোর্টের ওই নির্দেশের প্ৰেক্ষিতে শুক্ৰবার সকাল থেকে রাজ্যে মোবাইল ইন্টারনেট সেবা ফের চালু হয়েছিল। চলতি বছরের ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিলটি রাজ্যসভায় পাস হওয়ার পর ইন্টারনেট ও ব্ৰডবেন্ড সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ইন্টারনেট বন্ধ? ইন্টারনেট ছাড়া বার্তা পাঠাতে ‘ব্ৰিজফি অ্যাপ’
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Assam Lawyers Association staged protest rally against CAA 2019 in Guwahati