গুয়াহাটিঃ অসম সরকার রাজ্যে গুটকা,পান মশলা এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। রাজ্য সরকারের খাদ্য নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যে তামাক ও নিকোটিন থাকা সামগ্ৰীর উৎপাদন,মজুতকরণ,বিক্ৰি,পরিবহণ,প্ৰদর্শন ও বিতরণ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬-এর সেকশন ৩০-এর ২ উপধারার ক্লজ(এ)-র অধীনে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।
নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে,ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস(প্ৰোমোশন অ্যান্ড রেসট্ৰিকশনস অন সেইলস)রেগুলেশন,২০১১-র ২,৩,৪ ধারা এবং ২০০৬-এর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের ২৬ ধারায় গুটকা ও পান মশলা তৈরিতে যে তামাক ও নিকোটিনকে উপকরণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলি নিষিদ্ধ করা হয়েছে। কারণ এগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অ্যাক্টের ওই ধারার অধীনে রাজ্যে গুটকা,পান মশলা এবং তামাক ও নিকোটিনকে উপকরণ হিসেবে নিয়ে এজাতীয় যেসব সামগ্ৰী বাজারে পাওয়া যায় তা এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্যের প্ৰতি লক্ষ্য রেখেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,যা অবিলম্বে কার্যকরী হচ্ছে-উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞায়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ২০২০-র ১৫ ফেব্ৰুয়ারি গুয়াহাটিতে হচ্ছে বলিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান,মৌ স্বাক্ষরিত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Agitated locals protest against deplorable roads, gheraoes circle office in Kathigorah