ব্ৰেকিং নিউজ

অসমে এক বছরের জন্য নিষিদ্ধ হলো গুটকা,পান মশলা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসম সরকার রাজ্যে গুটকা,পান মশলা এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। রাজ্য সরকারের খাদ্য নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যে তামাক ও নিকোটিন থাকা সামগ্ৰীর উৎপাদন,মজুতকরণ,বিক্ৰি,পরিবহণ,প্ৰদর্শন ও বিতরণ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬-এর সেকশন ৩০-এর ২ উপধারার ক্লজ(এ)-র অধীনে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।

নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে,ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস(প্ৰোমোশন অ্যান্ড রেসট্ৰিকশনস অন সেইলস)রেগুলেশন,২০১১-র ২,৩,৪ ধারা এবং ২০০৬-এর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের ২৬ ধারায় গুটকা ও পান মশলা তৈরিতে যে তামাক ও নিকোটিনকে উপকরণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলি নিষিদ্ধ করা হয়েছে। কারণ এগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অ্যাক্টের ওই ধারার অধীনে রাজ্যে গুটকা,পান মশলা এবং তামাক ও নিকোটিনকে উপকরণ হিসেবে নিয়ে এজাতীয় যেসব সামগ্ৰী বাজারে পাওয়া যায় তা এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্যের প্ৰতি লক্ষ্য রেখেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,যা অবিলম্বে কার্যকরী হচ্ছে-উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞায়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Agitated locals protest against deplorable roads, gheraoes circle office in Kathigorah