২০২০-র ১৫ ফেব্ৰুয়ারি গুয়াহাটিতে হচ্ছে বলিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান,মৌ স্বাক্ষরিত

২০২০-র ১৫ ফেব্ৰুয়ারি গুয়াহাটিতে হচ্ছে বলিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান,মৌ স্বাক্ষরিত

গুয়াহাটিঃ মর্যাদাসম্পন্ন ৬৫তম ফিল্মফেয়ার মেগা ইভেন্ট ২০২০ এবার অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের প্ৰবেশদ্বার গুয়াহাটিতে। আগামি ১৫ ফেব্ৰুয়ারি গুয়াহাটিতে বসছে এই চাঁদের হাট। এই প্ৰথম ভারতের সুপারস্টাররা অসমে আসছেন। অসম পর্যটন উন্নয়ন নিগম(এটিডিসি)এবং ইভেন্টের উদ্যোক্তা দ্য টাইমস গ্ৰুপের মধ্যে আজ একটি সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষরিত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,পর্যটন মন্ত্ৰী চন্দন ব্ৰহ্ম,বিনীত জৈন(এমডি)বেনেট,কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড,এটিডিসি-র চেয়ারম্যান জয়ন্ত মল্ল বরুয়া,এম অঙ্গামুথু কমিশনার ও সচিব ট্যুরিজম বিভাগ এবং দীপক লাম্বার(সিইও,ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া)মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই মেগা ইভেন্টের কথা ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল অসমকে ফিল্মফেয়ার-এর মতো মেগা ইভেন্টের জন্য বাছাই করায় সন্তোষ প্ৰকাশ করেন। এই প্ৰথম মুম্বইয়ের বাইরে বর্ণময় এই অনুষ্ঠান অসমে হতে চলেছে। তিনি সাংবাদিকদের বলেন,মেগা ইভেন্টটি আয়োজনের জন্য ২৩ কোটি টাকা খরচ হবে। তিনি আরও বলেন,ভারতের অত্যন্ত মর্যাসম্পন্ন প্ৰচার সংস্থা অসমকে দেশের অত্যন্ত আকর্ষণীয় পর্যটন ক্ষেত্ৰ হিসেবে সারা বিশ্বের দরবারে তুলে ধরার বিষয়টি সুনিশ্চিত করেছে।

অন্যদিকে,সমাবেশে বক্তব্য রেখে এটিডিসি-র চেয়ারম্যান জয়ন্ত মল্ল বরুয়া বলেন,টাইমস গ্ৰুপ ফিল্ম ফেয়ার-এর টিকিট থেকে আসা রাজস্বের কমপক্ষেও ৫০ শতাংশ দান করবে যা মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে জমা পড়বে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Car lifting gang busted in Lumding, One Arrested

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com