বিনোদন

৪০০টি সোনার আংটি উপহার দিয়ে চর্চায় দক্ষিণী অভিনেতা

Sentinel Digital Desk

দক্ষিণ ভারতের সুপার স্টাররা জনগণের সাহায্যে এগিয়ে আসা নতুন কোনও কথা নয়। বরাবরই অনুরাগী ও আর্তজনকে সাহায্য করে সংবাদ শিরোনামে এসে থাকেন দক্ষিণী অভিনেতারা। এবার একটি ছবির দৃশ্য গ্ৰহণ পর্বকে স্মরণীয় করে রাখতে একজন অভিনেতা এক বিশেষ পন্থা বেছে নিলেন। ছবির দৃশ্য গ্ৰহণের সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি উপহার দিলেন এক এক করে মোট চারশোটি সোনার আংটি। ওই সোনার আংটিগুলোতে খোদিত রয়েছে ‘বিগিল’ ছবিটির নাম। এই উপহারগুলো দিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপথি।

উল্লেখ্য,বিজয় বেশ কিছুদিন ধরে ‘বিগিল’ ছবির দৃশ্য গ্ৰহণে ব্যস্ত ছিলেন। বিজয় থালাপথি দক্ষিণ ভারতের একজন জনপ্ৰিয় অভিনেতা। বিজয়ের পদক্ষেপ হাজার হাজার মানুষের হৃদয় জয় করেছে। সত্যি বলতে কি,বিজয়ের এই ভাবনা এবং পদক্ষেপ তার বড় মনেরই যে পরিচায়ক,সেটা অবশ্যই আঁচ করা যায়। যিনি একটা ছবিতে অভিনয় করে ওই ছবির সমস্ত কলাকুশলীদের সহৃদয়তার সঙ্গে আপন করে এক মহানুভবতার পরিচয় দিয়েছেন আংটিগুলো উপহার দিয়ে।

‘বিগিল’ ছবির দৃশ্যগ্ৰহণের পালা শেষ হয়েছে গত ১৩ আগস্ট। ছবির দৃশ্যগ্ৰহণের শেষে সমস্ত কলাকুশলীদের হাতে সোনার আংটিগুলো উপহার দেন। আংটি উপহার দেওয়ার ভিডিও ছবি সর্বত্ৰ ভাইরাল হয়ে পড়ে এবং সমস্ত অনুরাগীরা অভিনেতার প্ৰশংসায় এখন পঞ্চমুখ। এদিকে ‘বিগিল’ নামের ছবিটি মুক্তি পাচ্ছে আগামি জানুয়ারিতে। ‘বিগিল’ ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা,বলিউড অভিনেতা জ্যাকি শ্ৰফ,শাহরুখ খান,কাথির,বিবেক,ড্যানিয়েল,বালাজি আদি অনেক নতুন ও পুরনো শিল্পী। ছবিটি খেলাধুলা সম্পর্কিত। বিজয় থালাপথি একজন ফুটবলারের চরিত্ৰে অভিনয় করেছেন। ১৯৭৪ সালে জন্ম নেওয়া বিজয় ইতিমধ্যেই অনেক ছবিতে অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। অনেক পুরস্কারও পেয়েছেন তিনি। তামিলনাডু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড ও বিমা অ্যাওয়ার্ড তার মধ্যে উল্লেখযোগ্য।

এদিকে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবেও বিজয় প্ৰায় ৩০টি গানে কণ্ঠ দিয়েছেন। বিজয়ের বাবা একজন চিত্ৰ পরিচালক। তাঁর নাম এস চন্দ্ৰশেখর এবং মা শোভা একজন সংগীত শিল্পী। বিজয়ের বোন বিদ্যা-র দুবছর বয়সে মৃত্যু হওয়ার ঘটনা তাঁর চরিত্ৰে দারুণ প্ৰভাব ফেলে। বিজয় বাল্যকালের বেশিরভাগ সময় কাটিয়েছেন চেন্নাইয়ে। তাঁর এই পদক্ষেপ অনেক মানুষকে দিয়েছে অপার আনন্দ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Dr Himanta Biswa Sharma Minister of Health today visited the historic Biswanath ghat