চাকরি

ভারতীয় সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি,২০১৯

Sentinel Digital Desk

ভারতীয় সেনার সৈনিক পদে নিয়োগের জন্য উজান অসমের ১০টি জেলার(যোরহাট,মাজুলি,তিনসুকিয়া,ডিব্ৰুগড়,গোলাঘাট,শিবসাগর,চরাইদেউ,ধেমাজি,উত্তর লখিমপুর এবং কার্বি আংলং)যোগ্য প্ৰার্থীদের নিয়ে ২০২০-র ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর একটি নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নিয়োগ সমাবেশের স্থান মেঘনা স্পোর্টস স্টেডিয়াম,শোলমারা মিলিটারি স্টেশন,তেজপুর। এরজন্য অনলাইন রেজিস্ট্ৰেশন বাধ্যতামূলক এবং ২০১৯-এর ২০ নভেম্বর থেকে ২০২০-র ৩ জানুয়ারি পর্যন্ত তা খোলা থাকছে। নিয়োগ সমাবেশের জন্য প্ৰার্থীদের অ্যাডমিট কার্ড ৪ জানুয়ারি ২০২০ থেকে ১৮ জানুয়ারি ২০২০-র মধ্যে ই-মেল রেজিস্টার করে পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ডে উল্লেখ করা তারিখ ও সময় অনু্যায়ী প্ৰার্থীদের নিয়োগ সমাবেশ স্থলে পৌঁছতে হবে।

১. পদের নামঃ সৈনিক

২. শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম,দশম,দ্বাদশ

৩. খালি পদঃ ০৫

৪. অভিজ্ঞতাঃ ফ্ৰেসার

৫. চাকরির স্থানঃ তেজপুর

৬. শেষ তারিখঃ ০৩/০১/২০২০

৭. ঠিকানাঃ মেঘা স্পোর্টস স্টেডিয়াম,শোলমারা মিলিটারি স্টেশন,তেজপুর

ডকুমেন্টস

১. অ্যাডমিট কার্ড

২. ফোটোগ্ৰাফ

৩. শিক্ষার প্ৰমাণ পত্ৰ

৪. ডোমিসাইল সার্টিফিকেট

৫. কাস্ট সার্টিফিকেট

৬. রিলিজিয়ন সার্টিফিকেট

৭. স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট

৮. ক্যারেক্টার সার্টিফিকেট

৯. আনম্যারিড সার্টিফিকেট

১০. রিলেশনশিপ সার্টিফিকেট

১১. স্পোর্টস সার্টিফিকেট

বাছাই প্ৰক্ৰিয়া

১. শারীরিক ফিটনেস পরীক্ষা

২. শরীরের মাপ

৩. মেডিক্যাল টেস্ট

৪. লিখিত পরীক্ষা কমন এনট্ৰেন্স এগজামিনেশনের(সিইই)মাধ্যমে অনলাইন রেজিস্ট্ৰেশন বাধ্যতামূলক এবং তা খোলা থাকবে ২০১৯-এর ২০ নভেম্বর থেকে ২০২০-র ৩ জানুয়ারি পর্যন্ত। সমাবেশের জন্য ই-মেইলে অ্যাডমিট কার্ড পাঠানো হবে ২০২০-র ৪ জানুয়ারি থেকে ২০২০-র ১৮ জানুয়ারির মধ্যে। প্ৰার্থীদের অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকা তারিখ ও সময় অনু্যায়ী উপস্থিত থাকতে হবে মেঘা স্পোর্টস স্টেডিয়াম,শোলমারা মিলিটারি স্টেশন,তেজপুর।