চাকরি

জাঁজি এইচএনএস কলেজ রিক্ৰুটমেন্ট

Sentinel Digital Desk

জাঁজি এইচএনএস কলেজ রিক্ৰুটমেন্ট

জাঁজি এইচএনএস কলেজ অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের ৫টি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(ইকনোমিক্স,এডুকেশন,সংস্কৃত,অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি

পদের সংখ্যাঃ ০৫

শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টারডিগ্ৰিতে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর অথবা সমপর্যায়ের গ্ৰেড পয়েন্ট সহ শিক্ষাগত যোগ্যতার ভালো রেকর্ড থাকতে হবে। প্ৰার্থীদের নেট/শ্লেট/সেট ক্লিয়ার থাকা চাই। ইউজিসি রেগুলেশন ২০০৯ অনু্যায়ী যে সমস্ত প্ৰার্থীর পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের নেট/শ্লেট/সেট-এর প্ৰয়োজনীয়তা থেকে ছাড় দেওয়া হবে। এসসি/এসটি/প্ৰতিবন্ধী পর্যায়ের প্ৰার্থীদের ক্ষেত্ৰে কোনওরকম গ্ৰেস মার্ক অন্তর্ভুক্ত না হওয়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মার্কে ৫ শতাংশ রেহাই থাকছে। পিএইচডি ডিগ্ৰিধারীদের ক্ষেত্ৰে ৫৫ শতাংশ থেকে ৫০ শতাংশে অর্থাৎ ৫ শতাংশ ছাড় দেওয়া হবে যারা ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে মাস্টার ডিগ্ৰি অর্জন করেছেন। শিক্ষাগত যোগ্যতা এবং বাছাই প্ৰক্ৰিয়া সরকারি ওএম নম্বর এএইচই ৪০৭/২০১৭/৪৪ তাং ০৮-১১-২০১৮ অনুসরণ করে করা হবে।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছর।(এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫ বছর এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৩ বছর ছাড় থাকছে।

কিভাবে আবেদন করবেনঃ এইচএসএলসি থেকে পরবর্তী পর্যায়ের শিক্ষার প্ৰাসঙ্গিক নথিপত্ৰ সহ আবেদনের সঙ্গে ২৫০০ টাকার(দুহাজার পাঁচশো টাকার)ব্যাংক ড্ৰাফট প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি জাঁজি এএইচএমএস কলেজ এর অনুকূলে,পেয়েবল অ্যাট ইউবিআই জাঁজি ব্ৰাঞ্চ এই বিজ্ঞাপন ২৯-০২-২০২০ তারিখে প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি,জাঁজি এইচএনএস কলেজে পৌঁছতে হবে।

শেষ তারিখঃ ১৬-০৩-২০২০

Details: click here